Sunday, October 25, 2015

একজন স্বপ্নবান মেধাবী তরুণের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

| No comment


বিগত প্রায় ৫ বছর ধরে টাংগাইল এর তরুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র জুয়েল আহমেদ ও তার সহকর্মীরা অসহায় মানুষদের কল্যাণ এ কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে তারা হিউম্যানিটি ফর পিপলস নামে একটি সেবামূলক সংগঠন করেছেন। এই সংগঠনের ব্যানারে আজ তারা প্রায় 20 জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। একটি সমৃদ্ধশালী, শান্তিময় সমাজ ও দেশ গড়ার স্বপ্ন নিয়েই এই তরুনদল কাজ করে যাচ্ছে। উল্লেখ যে, জুয়েল আহমেদ টিউশনি করে যে সামান্য সম্মানী পান, তা দিয়েই সবাইকে নিয়ে বিগত কয়েক বছর ধরে তারা এ ধরনের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। সকলের সহযোগিতা পেলে এই তরুণদল এই ধরনের শান্তিময় কর্মসূচি সারা বাংলাদেশ এ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে। কম্বল পাওয়া কয়েকজন মহিলা জানান যে, অনেক দিন ধরে শীতে খুবই কষ্ট হচ্ছিলো, এই কম্বল পাওয়াতে হয়তো শীতে আর কষ্ট করতে হবে না,এটাতেই শীত নিবারণ হবে।

কম্বল পেয়ে বয়স্ক মানুষরা ও সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষাউপকরণ পেয়ে অনেক খুশি। আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল এর মে.জে.(অব.) মাহমুদুল হাসান কলেজ এর বাংলা বিভাগের অধ্যাপক তরুণ ইউসুফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরবৃন্দ, শিক্ষকবৃন্দ সহ এলাকার সম্মানিত আরো অনেকেই। তবে জুয়েল আহমেদ এ কর্মসূচি এর শুরুতেই একজন মানুষকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

http://www.bartabazar.com/archives/7461

Tags :

No comments:

Post a Comment

Articles