Sunday, October 25, 2015

ব্যতিক্রমধর্মী এক স্বপ্নবান তরুণের গল্প (পর্ব-১)

| No comment
সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যে টাঙ্গাইলের তরুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র মোঃ জুয়েল আহমেদ গড়ে তুলেছেন ‘ফ্রেন্ডশিপ স্কুল’। শিশুরা যেন শিক্ষা থেকে ঝড়ে না পড়ে এজন্যই তার এ প্রচেষ্টা। জুয়েলের এ ফ্রেন্ডশিপ স্কুলে বর্তমানে ৭০ জন সুবিধাবঞ্চিত শিশু লেখাপড়া করছে বিনা বেতনে বিগত প্রায় ২ বছরের অধিক সময় ধরে তার এ স্কুলে যেসব শিশু পড়ালেখা করছে তাদের কেউ কেউ পূর্বে ঝড়ে পড়া শিশুদের তালিকায় ছিল, কেউ কেউ দারিদ্রতার কারণে লেখাপড়া করতে হিমশিম খাচ্ছিল, আবার কেউ কেউ আছে নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ের শিশু। বেশিরভাগ শিশুর বাবা মা-ই দিনমজুর বা শ্রমিকের কাজ করে থাকে। জুয়েলের এ স্কুলে পড়তে পেরে শিশুরা সবাই খুবই খুশী।

জুয়েলের এই ফ্রেন্ডশিপ স্কুলে বর্তমানে তিনজন শিক্ষক পাঠদান করে থাকেন শিশুদেরকে। জুয়েল আহমেদ ইংরেজী মাধ্যমের কয়েকজন ছাত্র পড়িয়ে যে সামান্যতম সম্মানী পান, তা দিয়ে এ স্কুলটি তথা শিক্ষকদের অল্প কিছু সম্মানি দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে
যাচ্ছেন।

‘বিশ্ব শান্তি স্থাপনে এই তরুণের এ উদ্যোগকে একটি রোল মডেল হিসেবে বিবেচনা করা যেতে পারে’। এত কম বয়সের তরূন হয়েও একটি স্কুল পরিচালনা করছে মোঃ জুয়েল আহমেদ। যা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা।
আমরা জুয়েলের এই উজ্জ্বল স্বপ্নের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। আর আমরা সকলে যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে জুয়েলের এই কর্মসূচীটি টিকিয়ে রাখা তথা সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পর্যায়ক্রমে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশতথা বিশ্ব গড়তে অবশ্যই সক্ষম হব। এছাড়াও জুয়েল আহমেদ এর সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- 

তার এই সমৃদ্ধশালী বাংলাদেশ গরার সাথে বার্তাবাজার সবসময়  তার সাথে আছে।


http://www.bartabazar.com/archives/6154

Tags :

No comments:

Post a Comment

Articles